Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ মে, ২০১৯ সংক্রান্তে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও প্রেস ব্রিফিং
বিস্তারিত

জেলা পুলিশ ময়মনসিংহ|

 

                                মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করে।

            মাননীয় প্রধানমন্ত্রী জনবান্ধব পুুলিশের স্বপ্ন বাস্তবায়নের যে মহান ব্রত নিয়েছেন এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরনের যে অঙ্গীকার করেছেন তার সাথে সামিল হয়ে ময়মনসিংহ জেলা পুুলিশ কঠোর নিয়মানুবর্তীতা ও স্বচ্ছতা বজায় রেখে মেধাবী ও যোগ্য প্রার্থী নির্বাচনে শতভাগ সফলতা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী প্রমান করেছে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর, বাংলাদেশ পুলিশ রক্তের ঋণ শোধ করতে দেশ প্রেমের মহান ব্রত নিয়েই কাজ করে যাবে।

ট্রেইনী রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ পরীক্ষা২০১৯

শারীরিক পরীক্ষার কার্যক্রম সমূহ যেভাবে সম্পন্ন করা হয়

প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ লাইনে প্রবেশ।

প্ল্যাকার্ড দেখে স্ব-স্ব থানা/কোটা/নারী প্রার্থীদের জন্য স্থাপিত ডেস্কের লাইনে দাঁড়ানো।

প্রাথমিক তথ্য ফরম সংশ্লিষ্ট ডেস্ক থেকে গ্রহনপূর্বক সহস্তে পূরণকরণ।

মাপকাঠি দ্বারা ন্যূনতম উচ্চতা প্রাথমিক পরিমাপ:

(পুরুষ: ৫' ৬", নারী ৫' ২"[সকল], মুক্তিযোদ্ধার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫' ৪")।

লাইনে দাড়ানো অবস্থায় প্রার্থীর মূল কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাইকরণ।

উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে লাইনের অগ্রভাগ থেকে ১০(দশ) জন করে ¯িøপসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে দৌড়ের জন্য দক্ষিণ মাঠে গমন।

দৌড়ের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট ¯িøপ জমা প্রদানপূর্বক ১০(দশ) জন করে লাইনে দাঁড়ানো এবং দৌড়ে অংশগ্রহণ।

দৌড় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের স্বাক্ষর নিয়ে জাম্পিং-এ অংশগ্রহনের জন্য লাইনে দাঁড়ানো এবং পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য পূর্ববর্তী পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক।

একইভাবে জাম্পিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসারের স্বাক্ষর গ্রহণ।

উত্তীর্ণ প্রার্থীরা উক্ত ¯িøপসহ পূণরায় স্ব-স্ব থানা/কোটার ডেস্কে গিয়ে চুড়ান্ত উচ্চতা, বুকের মাপ ও ওজন পরিমাপপূর্বক ডেস্ক ইনচার্জের স্বাক্ষর গ্রহণ।

উপরোল্লিখিত পরীক্ষাসমূহের যে কোন ধাপে অনুত্তীর্ণ প্রার্থীকে অমুছনীয় কালি দ্বারা চিহ্নিত করে ¯িøপ রেখে ২ নং গেইট দিয়ে দায়িত্বপ্রাপ্ত টিমের সাহায্যে বাইরে প্রেরণ।

নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা মোতাবেক প্রার্থীর মূল কাগজপত্র যাচাই-বাছাইকরণ এবং ১০০ টাকা চালান কপি সংশ্লিষ্ট ডেস্কে প্রদান।

প্রার্থীর জমাকৃত তথ্যফরম থেকে থানা/কোটা ভিত্তিক কম্পিউটারে তথ্যাদি লিপিবদ্ধকরণ এবং নিবন্ধন ফরম ও প্রবেশপত্র হার্ডকপিতে রূপান্তরকরণ। প্রবেশপত্রে প্রার্থীর তথ্যাদি সঠিক কিনা তা প্রার্থী কর্তৃক নিশ্চিতকরণ।

প্রার্থী কর্তৃক প্রদানকৃত ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির মধ্যে ১ কপি প্রিন্টকৃত নিবন্ধন ফরমে এবং ১ কপি ছবি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে সংযুক্তপূর্বক ডেস্ক ইনচার্জের স্বাক্ষর ও সীল গ্রহণ এবং প্রার্থী কর্তৃক প্রবেশপত্রে স্বাক্ষর প্রদান।

নিয়োগ কমিটির সম্মুখে নিবন্ধন ফরম ও প্রবেশপত্রের তথ্যাদি পূণরায় যাচাইপূর্বক নিবন্ধন ফরমে প্রার্থীর স্বাক্ষর প্রদান এবং বোর্ডের সদস্য কর্তৃক প্রবেশপত্রে স্বাক্ষর গ্রহণ।

প্রার্থী কর্তৃক প্রবেশপত্র সংগ্রহ।

উল্লেখ্য যে, পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং-৪৪.০১.০০০০.০২৮.০৪.০১১.১৯-২২১, তারিখ- ২৫/০৫/২০১৯ খ্রিঃ মোতাবেক বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ মে, ২০১৯ বিজ্ঞপ্তি প্রদান করে। তার ভিত্তিতে ময়মনসিংহ জেলায় মোট ২৫৭ টি পদের বিপরীতে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। গত ০১/০৭/২০১৯ খ্রিঃ প্রার্থীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত শারীরিক পরীক্ষায় মোট-৬২৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ২৩৬৮ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।

 

 

আরো উল্লেখ্য যে, নিয়োগ পরীক্ষার কার্যক্রমকে নির্ভূল, স্বচ্ছ ও গতিশীল করতে-

কম্পিউটারের মাধ্যমে দেওয়া হয় লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে মর্মে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের মাধ্যমে মাইকিং করে জানিয়ে দেয়া হয়, কেউ যেন কোনভাবে কারো ফাঁদে পা না দেয় বা কারো দ্বারা প্রতারিত না হয়।

এই মর্মে পূর্বেই জেলা পুলিশের ফেইস বুক আইডি থেকে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা-২০১৯ সংক্রান্তে সতর্কীকরণ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন পোস্ট দেওয়া হয়।

জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে এ সংক্রান্তে প্রচারের ব্যবস্থা করা হয় এবং স্থানীয় টিভি চ্যানেলেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সংক্রান্তে বিশ্বস্ততা অর্জনের জন্য ব্যাপক প্রচার করা হয়।

সকল থানার অফিসার ইনচার্জ’গণের মাধ্যমে সতর্কীকরণ লিফলেট বিতরণসহ মেধাবী ও যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগের ব্যাপারে বহুল প্রচার করা হয়।

১০০/-(একশত) টাকার ট্রেজারী চালানের অতিরিক্ত অন্য কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হবার জন্য প্রার্থীদের বার বার হুশিয়ারী দেয়া হয় এবং নিয়োগ সংক্রান্তে কোন ব্যক্তি বা পুলিশ সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত হলে আইনানুগ/বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে প্রচার করা হয়।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে মিশ্র প্রক্রিয়ায় জিগজ্যাগ পদ্ধতিতে আসন বিন্যাসের মাধ্যমে পরীক্ষা গ্রহন করায় এবং পরীরক্ষকগণ কঠোরভাবে নজরদারি রাখায় প্রার্থীরা ব্যক্তিগত পারদর্শীতার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহন করে।

পরীক্ষা গ্রহনকালে সকল ধাপে সতর্কতা অবলম্বন করায় অসাধু উপায় অবলম্বন করে কেউ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি।   

            উল্লেখ্য যে,  লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারীগণ ময়মনসিংহে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে এবং পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে নির্ধারিত আসন বিন্যাসের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে। গত ০৭/০৭/২০১৯ ইং তারিখ বিকাল ১৪.০০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। শারীরীক পরীক্ষায় উত্তীর্ণ ২৩৬৮ জনের মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৬৪ জন। মোট  ৪৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তম্মধ্যে ৪৪৯ জন প্রার্থী বিকাল ১৭.০০ ঘটিকা হতে মৌখিক ও মনস্তত্ব পরীক্ষায় অংশগ্রহন করে। মৌখিক ও মনস্তত্ব পরীক্ষা পর্যালোচনায় দেখা যায় যে, অধিকাংশ প্রার্থীই দরিদ্র কৃষক পরিবারের সন্তান। যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্য হতে যোগ্যতম প্রার্থীদের চুড়ান্ত ভাবে মনোনয়ন করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ যারা সহযোগীতা করেছেন, ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

 

ধন্যবাদান্তে

পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/07/2019