Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ময়মনসিংহ ডিবি’র ২৪ ঘন্টার অভিযানে ৪২১০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ ৫ মাদক ব্যবসায়ী এবং ঈশ্বরগঞ্জ সদর হতে ১৫ জুয়ারি ও গৌরীপুর হতে ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল গ্রেফতার।
বিস্তারিত

ময়মনসিংহ ডিবি’র ২৪ ঘন্টার অভিযানে ৪২১০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ ৫ মাদক ব্যবসায়ী এবং  ঈশ্বরগঞ্জ সদর হতে ১৫ জুয়ারি ও গৌরীপুর হতে ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল গ্রেফতার।  

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ সাহেবের নির্দেশে ক্রমে ইং ২৪/০৮/১৯ তারিখ এসআই(নিঃ) আক্রাম হোসেন, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, এএসআই মঞ্জুরুল আলম, এএসআই ফিরোজ আল মাসুম সংগীয় অফিসার ফোর্সসহ সহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৪/০৮/১৯ তারিখ ২৩.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা হতে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন ড্রাইভার(২১), পিতা-মোঃ হাবিবুল্লাহ, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-পাকুরিয়া তিলকান্দি, ২। মোঃ রেজাউল করিম শাওন(৩২), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোছাঃ রেহেনা খাতুন, সাং-রৌহা পূর্বপাড়া, উভয় থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, ৩। মোঃ রুহুল আমিন(২৬), পিতা-মোঃ বদিউজ্জামান, মাতা-মোছাঃ রুপিয়া খাতুন, সাং-রতনপুর, ৪। মোঃ রিপন(২০), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ গোলাপ বেগম, সাং-পাখিউড়া, উভয় থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রামদের গ্রেফতার করা হয় ও ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ২৪/০৮/১৯ তারিখ ত্রিশাল থানাধীন বিকাল ১৭.১৫ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন কোনা বাশাইল এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৫।  মোঃ মানিক মিয়া (৪২), পিতা মৃত-মিরাজ আলী, মাতা-হাজেরা বেগম, সাং-কোনা বাশাইল, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এসআই(নিঃ) মোঃ আজিজুল হক ইং ২৫/০৮/১৯ তারিখ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ঈশ্বরগঞ্জ থানাধীন দত্তপাড়া হতে ভোর ০৪.১০ ঘটিকার সময় জুয়া খেলার নগদ টাকা ও তাস সহ জুয়ারি ১। মোঃ আবুল খায়ের (৩৮), পিতা মৃত-মামুদ হোসেন, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-বড়কোড়, ২। মোঃ ফজলুল হক (৫০), পিতা মৃত-শব্দর আলী, মাতা মৃত-হালেমা, সাং-দত্তপাড়া, ৩। মোঃ আল আমিন (৩৫), পিতা-ইছাম উদ্দিন, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন,  সাং-পুরহাতা বড়হিত, ৪। মোঃ লিটন (৩৮), পিতা-আবুল কাশেম আকন্দ, মাতা-মোছাঃ জমিলা খাতুন, ৫। মোঃ আঃ জলিল (৪০), পিতা মৃত-লাল শেখ, মাতা-মোছাঃ দেওয়ানী বেগম, সাং-রাজেন্দ্রপুর, ৬। মোঃ হাসমত আলী (৩৮), পিতা মৃত-আঃ জব্বার, মাতা-মোছাঃ হালেমা খাতুন, সাং-কাঠালডাঙ্গী, ৭। মোঃ তাইজুল ইসলাম (৪০), পিতা-ইউনুছ আলী, মাতা মৃত-সাহেরা বেগম, সাং-গাতীপাড়া, ৮। মোঃ মুনসুর আলী (৩৮), পিতা-মোঃ আঃ রহিম, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-বৈরাটি, ৯। মোঃ শহিদুল্লা (৪৩), পিতা মৃত-হোসেন আলী, মাতা-হাবিবা খাতুন, সাং-চরশংকর, ১০। মোঃ বাবুল আহম্মেদ (৪০), পিতা মৃত-আঃ খালেক, মাতা-জাহানারা খাতুন, সাং-চরশংকর, ১১। মোঃ হাবিবুল্লাহ (৩২), পিতা-মোঃ আঃ বেপারী, মাতা-মোছাঃ হালিমা সাং-গালাহার, ধৃতপুর, ১২। মোঃ মাসুদ (২৮), পিতা-মোঃ চান মিয়া, মাতা-মোঃ ছখিনা আক্তার, সাং-বাঘবেরধৃতপুর, ১৩। মোঃ নজরুল ইসলাম (৪২), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা-মোছাঃ মরিয়াম, সাং-বেয়ারা আউলিয়া নগর, ১৪। মোঃ জাহাঙ্গীর আলম (২৪), পিতা-মোঃ আঃ মজিদ, মাতা-মোছাঃ জহুরা বেগম, সাং-পুরাহাতা, ১৫। মোঃ রাকিবুল হাসান (২০), পিতা-মোঃ হেলিম উদ্দিন, মাতা-রুমেলা খাতুন, সাং-রামচন্দ্রপুর, সর্ব থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়, এসআই(নিঃ) মাসুদ জামালী ইং ২৪/০৮/১৯ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকার সময় ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মোজাম্মেল হক রাসেল (৩৬), পিতা মৃত-সোলাইমান, মাতা-ফাতেমা খাতুন, সাং-বারুয়ামারী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে তাহার বসত বাড়ীর পার্শ্ব স্কুল হইতে গ্রেফতার করা হয়।  

সর্বমোট গ্রেফতার=২১ জন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/08/2019
আর্কাইভ তারিখ
25/08/2019